মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার প্রাক্তন কমিশনার বীর মুক্তিযোদ্ধা হাজী সাকাওয়াত হোসেন (৭২) বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না... ইলাইহি রািেজউন)। তিনি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগছিলেন।

শুক্রবার দুপুর ২ টায় মাগুরা ভায়না পৌর কবরস্থান মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মযার্দায় দাফন করা হয়। এসময় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান সরকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সদর উপজেলা কমান্ডার জহুরে আলম এবং মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মুক্তিযোদ্ধা হাজী সাকাওয়াত হোসেন মাগুরা শহরের ভায়না টিবি ক্লিনিকপড়ার বাসিন্দা সাবেক মাগুরা পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর। তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রী বীরেন শিকদার এমপি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

(ডিসি/এসপি/মার্চ ০৯, ২০১৮)