স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৯৬ দিন। এরপরই মাঠে গড়াবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। তবে রাশিয়া বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ডিউক অফ ক্যামব্রিজ উইলিয়াম ও ব্রিটিশ রাজপুত্র হ্যারি। রাজকীয় সূত্র ধরে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো।

৬৬ বছর বয়স্ক সার্গেই স্ক্রিপাল রাশিয়া ও ব্রিটিশ দুই দেশের হয়েই গুপ্তচরবৃত্তি করতেন। কিছুদিন আগে তাকে এবং তার কন্যা উইলিয়া স্ক্রিপালকে নার্ভ এজেন্টের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়। রাশিয়া এই হত্যাচেষ্টার জন্য ইংল্যান্ডকে দায়ী করছে। আর সেটারই প্রতিবাদে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ রাজপরিবার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বিষয়টি নিশ্চিত করে জানান, এফএ প্রেসিডেন্ট হিসেবে দুই রাজপুত্রের বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার কথা থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণেও রাশিয়া যাচ্ছেন না।

এদিকে নিরাপত্তা ঝুঁকিতে রাশিয়ায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড ফুটবলারদের স্ত্রী-প্রেমিকা খ্যাত ‘ওয়াগ’রাও। আর নিষেধাজ্ঞা জারি হয়েছে খেলোয়াড়দের নৈশকালীন ভ্রমণেও।

(ওএস/এসপি/মার্চ ১০, ২০১৮)