ফাগুন প্রান্তর

চেয়ে দেখো ফাগুন, ক্লান্ত এ শহরতলী-
ঘুমে-ঘুমে প্রহর গুনছে নিরব রাত্রী ।
নিস্তব্ধ সুরে কুহু-কুহু ডেকে চলেছে উড়ে
দূরন্ত নাগরিকের সহজাত যার-যার আপন নীড়ে
এ্যাখোন বিবেচ্য বিবেচনা তোমারই,
তোমার সে অস্তমূখি প্রত্যাবর্তন চায় কি ?
দেখে নিও একদিন মমতা ফিরবেই-
বৃহত্তর গগণ তলে। পরিপূর্ন হবে এ শহর ব্যস্ত কোলাহল
তুমি ফাগুন অস্থিরতার দোহায় দিওনা ।
দুঃসাহসী এ উদ্দেশ্যকে করোনা ব্যঞ্জনা
আর অল্প কিছুক্ষণ শহরটাতে মরমিয়া চৈত্র কিছুক্ষণের
এখানে উত্তপ্ত বির্দীনতা সাহস রাখবেনা আর গমনের
সময় এসেছে তোমাকে লিপ্ত হতেই হবে,
নতশীরে দূর্বা ঘাসের ন্যায় কামনাহীন সুরে
আবার প্রাণের জাগরণ হোক এ নিদ্রীত সুরে ।
অভয় নিয়ে নাও- বিশ্বাস করো আবারকোলাহল আসবে
এ নিদ্রীত পুরে ।