স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মুদ্রণের কাজ শুরু হচ্ছে। এ জন্য মুদ্রণ কাজের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৩৫ কোটি টাকা চায় মুদ্রণ ও প্রকাশনা অধিদফতর।

আগামী রোজার আগে ও পরে পাঁচ সিটিতে নির্বাচন করবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। আর ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন করার কথা চলছে।

ইসি কর্মকর্তারা বলেন, ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে এসব নির্বাচন হলেও সংসদ, সিটি ও উপজেলা নির্বাচনের জন্য এ বছরের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে সব কাগজ সংগ্রহ করে রাখতে হবে। মুদ্রণ ও প্রকাশনা অধিদফতর অর্থ পেলে চলতি মাস থেকে কার্যক্রম শুরু করবে।

সূত্র জানায়, পাঁচ সিটি নির্বাচনের জন্য ৮৫২ রিম গোলাপি মুদ্রণ কাগজের প্রয়োজন হবে। এর মধ্যে ৩৩৩ রিম কাগজ মজুদ রয়েছে। বাকি ৫১৯ রিম সংগ্রহ করতে হবে। গাজীপুর, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় ৮ মার্চ থেকে ২৩ অক্টোবর। তাই এপ্রিল মাসের মধ্যে কাগজ সংগ্রহ করতে হবে বলে জানিয়েছে মুদ্রণ ও প্রকাশনা অধিদফতর।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রায় এক লাখ ৯০ হাজার রিম কাগজ প্রয়োজন হবে। এসব কাগজ জুন মাসের মধ্যে সংগ্রহ করতে হবে। আর পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন হবে আগামী বছরের মার্চ থেকে জুলাইয়ের মধ্যে। এ নির্বাচনে এক লাখ ২০ হাজার রিম কাগজ দরকার পড়বে। সে ক্ষেত্রে নভেম্বরের মধ্যে মজুদ নিশ্চিত করতে চায় অধিদফতর। এসব বিষয় উল্লেখ করে জরুরি ভিত্তিতে টাকা ছাড়ের কথা বলেছে অধিদফতর।

(ওএস/এসপি/মার্চ ১০, ২০১৮)