নওগাঁ প্রতিনিধি : শনিবার নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা এবং বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধারতৎপরতা সম্পর্কিত মহড়া অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের বাসভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম মুশতানজিদা পারভীন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম আব্দুল মান্নান প্রমুখ।

পরে জেলা স্কুল মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ভুমিকম্প, অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে জানমাল রক্ষার্থে উদ্ধারতৎপরতা এবং চিকিৎসা বিষয়ে একটি মহড়া অনুষ্ঠানের আয়োজন করে।

(বিএম/এসপি/মার্চ ১০, ২০১৮)