জে জাহেদ, চট্টগ্রাম : একের পর এক নিখোঁজ হচ্ছে স্কুল শিক্ষার্থী। চট্টগ্রাম সহ সারাদেশের অভিভাবকেরা শংকিত। কোথায় যাচ্ছে এসব ছাত্রছাত্রী। রহস্য খুজঁতে মাঠে নেমেছে গোয়েন্দা বাহিনী।

সাম্প্রতিক কর্ণফুলী উপজেলার উত্তর চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর এক ছাত্রী গত ৫মাস ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

এ ব্যাপারে স্থানীয় কর্ণফুলি থানায় জিডি করেও কোন প্রতিকার না পাওয়ায়। গত ৫ই মার্চ মহানগর গোয়েন্দা পুলিশের কাছে শরনাপন্ন হয় বলে জানায়।

লিখিত জিডি সুত্রে জানা যায়, উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাবেদ সওদাগরের বাসা ভাড়ায় বসবাসরত আব্দুর রহমানের ৪র্থ শ্রেণী পড়ুয়া মেয়ে ইসমা সুলতানা রিফা (১২) গত ২৬ শে অক্টোবর ২০১৭ইং সকাল ১০টায় বাড়ির সামনের দোকানে পান কিনে আনতে গিয়ে নিখোঁজ হন বলে জানান।

পরে বাড়িতে ফিরে না আসায়। আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ নিয়েও পাওয়া না গেলে থানায় জিডি দায়ের করেন। কর্ণফুলী থানার জিডি নং ১১৩৩ তারিখ ২৮/১০/১৭ইং।

নিখোঁজ পরিবারের স্থায়ী ঠিকানা সাতকানিয়া পুরানগরের ধনির বাড়ি বলে জানা যায়।

ওই ছাত্রীর মাতা নিলু আক্তার (৪২) বলেন, আমার মেয়ে পার্শ্ববতী দোকানে পান আনতে বের হন। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, লিখিত জিডির তথ্যমতে খোঁজ নেওয়া হয়েছে। স্কুল ছাত্রীকে খোঁজে বের করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে।

নিখোঁজ ছাত্রীর বর্ণনায় জানা যায়,ইসমা সুলতানা রিফার দৈহিক গড়ন হালকা পাতলা,গায়ের রং শ্যামলা,উচ্চতা ৪ফুট ই,মাথার চুল ছোট ও কালো রংয়ের।

(জেজে/এসপি/মার্চ ১০, ২০১৮)