কোপেনহেগেন, ডেনমার্ক : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগ গতকাল শনিবার কোপেনহেগেন এক জনাকীর্ন হলে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ইকবাল হোসেন মিঠু এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।

বক্তারা বলেন , ৭ মার্চের ভাষণ আমাদের মহাকাব্য। এই মহাকাব্যের মহাকবি বঙ্গবনধু শেখ মুজিবর রহমান। বাঙালির জীবনে যত দুর্দিন ঘনুক , যত বিপর্যয় নেমে আসুক , এই মহাকবি ও মহাকাব্য আমাদের রক্ষাকবচ। রোমানরা কৃষ্ণয়চূড়ায় এখনো ধ্বনিত তার বজ্রকন্ঠ - এবারের সংগ্রাম ,আমাদের মুক্তির সংগ্রাম। এই ধ্রপদি ধ্বনি অনাদিকাল বাঙালির অস্তিত্ব ও মর্যাদা রক্ষা করবে , সারা বিশ্বের নির্যাতিত মানুষের মনে শক্তি ও সাহস যোগাবে।

আরো´বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মোতালেব হোসেন, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, আহসান উজ্জামান, ফাহমিদ আল মাহিদ, আব্দুল আল জাহিদ, আমির জীবন ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, অলি হোসেন রিপন ও তানভীর।

আরো উপস্থিত ছিলেন, সবুজ মল্লিক , শাহীন মিয়া, মোকলেসুর রহমান, দেবাশিস বড়ুয়া মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ আরাফাত, শামসুদ্দিন ইয়াকিন, সৈয়দ পাভেল, নাসির রানা, প্রত্যয় সাহা, কাজী হামিদ, রাইসুল রাহান, মোহাম্মদ শহীদ, মিজানুর রহমান, সুমন বিশ্বাস, কানাই পোদ্দার, মাইনুল হাসান, হুমায়রা আখতার জাসিয়া সহ প্রমুখ।

(বিবি/এসপি/মার্চ ১১, ২০১৮)