নওগাঁ প্রতিনিধি : সকল শিক্ষাঙ্গনে সুস্থ শিক্ষার উপযুক্ত পরিবেশ এবং ছাত্রদের জীবন নিরাপওার সার্থে শ্যামল হত্যা কারীদের দৃষ্টন্তমূলক বিচারের দাবিতে নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের সকল সাধারন শিক্ষার্থী বৃন্দরা মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। শ্যামল ওই ইন্সটিটিউটের কম্পিউটার টেকনোলজী বিভাগের ৬ষ্ট সেমিষ্টারের ছাত্র ছিল। 

রবিবার পলিটেকনিক ইন্সটিটিউটের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালন করে।

তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে জেলা ছাত্র লীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল, রাজা, মানিক, সুমন, আসিক, রাকিব, জিয়াদ হিমেলসহ প্রমুখ ছাত্র বৃন্দরা বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, শ্যামল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য তাঁর পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছে। হত্যাকারীরা বিভিন্ন মহলের আশ্রয়-প্রশ্রয় নিয়ে অবাধে চলাফেরা করছে। এমনকি শ্যামলকে হত্যার ঘটনায় পলিটেকনিক ইন্সটিটিউটের যে কয়জন শিক্ষার্থীদের নাম এসেছে সাধারণ শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে বারবার দাবী জানানোর পরেও তাঁদের বহিষ্কার করা হয়নি। এখনও তাঁরা কলেজ ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করে যাচ্ছে।

তাই দ্রুত শ্যামল হত্যারকারীদের দ্রুত দৃষ্টান্তুমূলক বিচারের দাবী জানান তারা।

এর আগে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসের শহিদ মিনার বেদীতে রাখা শ্যামলের ছবিতে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ মার্চ পূর্ব শত্রতার জের ধরে মৎস্য খামারের গেটে রাত ৯টার সময় শ্যামলকে প্রতিপক্ষ ছুরিকাঘাত করলে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হলে অবস্থার অবনতি হলে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করলে যাবার পথে টাঙ্গাইলে ১১ মার্চ সকাল ১১টায় তার মৃত্যু ঘটে।

(বিএম/এসপি/মার্চ ১১, ২০১৮)