নওগাঁ প্রতিনিধি : সোমবার নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুতের সাব-স্টেশন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। 

উপজেলার ভরতেঁতুলিয়াতে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির সাব-স্টেশনের এ ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইসরাফিল আলম এমপি।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই এলাকা পরিচালক মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এনামুল হক, নির্বাহী প্রকৌশলী তাওহিদুজ্জামান, আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান, আত্রাই থানার ওসি মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল প্রমুখ।

পরে প্রধান অতিথি ইসরাফিল আলম এমপি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৮০ জন নারী শ্রমিকদের মাঝে তাদের সঞ্চয়কৃত প্রতিজনকে ৩৬ হাজার ৫৫২ টাকার চেক প্রদান করেন।

এ অনুষ্ঠানে নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/মার্চ ১২, ২০১৮)