গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীরা গুলি করে ফ্যাশন নিট কারখানার এক কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বিকেলে সফিপুর-বড়ইবাড়ি সড়কের বোর্ডমিল এলাকায় ছয়জনের একদল ছিনতাইকারী এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়।

কারখানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আশুলিয়া জামগড়া এলাকার ফ্যাশন নিট কম্পানির ইউনিট-১ থেকে এক কোটি ৩৩ লাখ টাকা নিয়ে মাইক্রেবাস যোগে কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার ফ্যাশন নিট কম্পানির ১নং ইউনিটে আসছিল। মাইক্রেবাসটি কালিয়াকৈরের পূর্বচান্দরা এলাকার বোর্ডমিল নামক স্থানে পৌঁছালে পিছন দিকে থেকে ছয়জনের একদল ছিনতাই মোটরসাইকেল দিয়ে মাইক্রোবাসের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা পাঁচ-ছয়টি ফাঁকা গুলি এলাকায় করে আতঙ্ক সৃষ্টি করে।

পরে ছিনতাইকারীরা মাইক্রবোবাস থেকে শ্রমিকদের বেতনের এক কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাইক্রবাসটি উদ্ধার করে। এ সময় আলামত হিসেবে কয়েকটি গুলির খোসা উদ্ধার করে।

কারখানার এডমিন অফিসার মো. ইয়াছিন ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

(ওএস/এস/জুলাই ০৮, ২০১৪)