আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় একক সিদ্ধান্তে হামলা চালানোর হুমকি দিয়েছে আমেরিকা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল (সোমবার) তিনি এ হুমকি দেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সিরিয়া সংকট মোকাবেলায় নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে ওয়াশিংটন একাই পদক্ষেপ নেবে। সিরিয়ার পূর্ব গৌতায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপনের পর তিনি এসব কথা বলেন।

নিকি হ্যালি বলেন, "আমরা এই পথকে প্রাধান্য দিচ্ছি না। কিন্তু বাধ্য হলে আমরা তা করতে প্রস্তুত আছি।" ২০১৭ সালে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটিতে মার্কিন হামলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমেরিকা সব সময় পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত।

সিরিয়ার সরকার ও তার মিত্ররা বলছে, সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বাঁচাতেই আমেরিকা যুদ্ধবিরতির নতুন নতুন প্রস্তাব উত্থাপন করছে। কারণ সিরিয়ায় আমেরিকা সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদকে বলেছেন, পূর্ব গৌতা ও এর বাইরে এখনও সহিংসতা চলছে। এসব এলাকায় ত্রাণ কার্যক্রমও ঠিকমতো চালানো যাচ্ছে না বলে তিনি জানান।

(ওএস/এসপি/মার্চ ১৩, ২০১৮)