আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় হতাহতদের ৪০ শতাংশই শিশু বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটির মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিচালক গির্ট কাপলার বলেছেন, সিরিয়ার শিশুরা মারাত্মক বিপদের মধ্যে রয়েছে। যেকোনো মুহূর্তে অবিস্ফোরিত বোমা ও মাইনগুলোও তাদের জীবন কেড়ে নিতে পারে অথবা চিরদিনের জন্য তাদেরকে পঙ্গু করে দিতে পারে।

তিনি আরও বলেছেন, সিরিয়ায় বর্তমানে ৩০ লাখ শিশু অবিস্ফোরিত বোমা ও মাইনের বিপদের মধ্যে রয়েছে। এসব শিশু এমন সব এলাকায় বাস করে যেখানে সন্ত্রাসীরা বোমা ও মাইন পেতে রেখেছে।

সিরিয়ার সরকারি বাহিনী যেসব এলাকা উদ্ধার করেছে সেখানে বোমা ও মাইন নিষ্ক্রিয় করার কাজ শুরু হলেও তাতে বিপদ পুরোপুরি কাটছে না। কারণ সন্ত্রাসীরা আবাসিক এলাকা, পার্ক, গাড়ি এমনকি শিশুদের খেলনার মধ্যেও বিস্ফোরক পেতে রেখেছে।

২০১১ সাল থেকে বিদেশি মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেয়া হয়েছে। দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের কারণে পাশ্চাত্য তাকে ক্ষমতাচ্যুত করতে চায় বলে বিশ্লেষকরা মনে করেন।

(ওএস/এসপি/মার্চ ১৩, ২০১৮)