স্পোর্টস ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার খবরে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এমন এক দুর্ঘটনার খবর শোনার পর সমবেদনা জানিয়েছে স্প্যানিশ প্রিমিয়ার ডিভিশন ফুটবলের সর্বোচ্চ সংস্থা লা লিগার কর্তৃপক্ষও।

নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশের লাল-সবুজ পতাকার ছবি দিয়ে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়েছে লা লিগা। যেখানে তারা লিখেছে, 'সোমবার কাঠমুন্ডুতে বিমান দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের পাশে আছে লা লিগা।'

প্রসঙ্গত, নেপালের এই বিমান দুর্ঘটনায় মোট ৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন ২৮ জন বাংলাদেশিও। সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ জন ক্রুসহ ৬৭ আরোহীবাহী বিমানটি বিধ্বস্ত হয়।

(ওএস/এসপি/মার্চ ১৩, ২০১৮)