তথ্যপ্রযুক্তি ডেস্ক : নিজে এবং পরিচিতজনদের দিয়ে অ্যামাজন থেকে দামি দামি সব পণ্য অর্ডার দিয়েছেন। পণ্যও বুঝে পেয়েছেন। কিন্তু পণ্যের দাম পরিশোধ না করে হাতিয়ে নিয়েছেন প্রায় ১.৩ কোটি টাকা।

অভিনব এই প্রতারণা করেছেন ভারতের ধ্রুব নামের এক যুবক। অ্যামাজানের বিভিন্ন পণ্য সরবরাহ করেন এমন এক কুরিয়ার প্রতিষ্ঠানের কর্মী তিনি। কোম্পানির দেওয়া ট্যাবের মাধ্যমেই ৫ মাস ধরে কৌশলে প্রতারণা চালিয়েছেন ধ্রুব।

অ্যামাজনকে প্রতারণার এই ঘটনায় মূল অভিযুক্ত ধ্রুব ছাড়াও পুনিত, সচিন শেঠি, অনিল শেঠিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা প্রত্যেকেই চিকমাগালারুর বাসিন্দা। তাদের কাছ থেকে অনেকগুলো স্মার্টফোন, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

(ওএস/এসপি/মার্চ ১৩, ২০১৮)