নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে পূর্ব নওগাঁর ঢাকা মোড় থেকে চৌমাশিয়া হয়ে রাজশাহী বিমানবন্দর পর্যন্ত প্রায় ৭৪ কিলোমিটার সড়ক প্রশস্ত ও উন্নীতকরন কাজ শুরু হয়েছে। আঞ্চলিক মহা-সড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় পূর্ব নওগাঁর ঢাকা রোড থেকে তাজের মোড় হয়ে চৌমাশিয়া পর্যন্ত সাড়ে ১৭ কিলোমিটার সড়ক প্রশস্থকরণ ও উন্নীতকরণ কাজ শুরুর মধ্য দিয়ে এই প্রকল্পের কাজ শুরু হলো। পূর্ব নওগাঁ ঢাকা মোড়ে নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন। 

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল হকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান কামাল এ্যাসোসিয়েটসয়ের ব্যবস্থাপনা পরিচালক এম কে এম কামাল উদ্দিন, নওগা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল প্রমুখ।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক জানান, এই প্রকল্পটি বাস্তবায়ন করতে ৪শ’ ৩৮ কোটি টাকা ব্যয় হবে।

(বিএম/এসপি/মার্চ ১৩, ২০১৮)