বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার একটি খাল থেকে ২২ লাখ পিস ফাইস্যা মাছের পোনা আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

মঙ্গলবার উপজেলার বাগুড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আহরণ নিষিদ্ধ এবর পোনা আটক করে। আটক এসব মাছের পোনার আনুমানিক বাজার মূল্য ৪৪ লাখ টাকা বলে দাবী করেছে কোস্টগার্ড।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম সেলিম বিশ্বাস জানান, আহরণ নিষিদ্ধ ফাইস্যা মাছের পোনা আহরণ করে অবৈধ্য ভাবে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে পোনাগুলো আটক করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি বিকালে ফাইসা মাছের ২২ লাখ পিচ পোনা মোংলার পশুর নদীতে অবমুক্ত করেন।

(এসএকে/এসপি/মার্চ ১৩, ২০১৮)