বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুপা একটি ইটভাটা মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়া কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে মঙ্গলবার দুপুরে যাত্রাপুর ইউনিয়নের মশিদপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিযার মুক্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিযার মুক্তার বলেন, বাগেরহাট সদর উপজেলার মশিদপুর গ্রামের শেখ আব্দুর রহমান কোন প্রকার অনুমোদন ছাড়াই ইট তৈরি করছিলেন। স্থানীয় পরিসরে তার ইট কাঠ দিয়ে পোড়ানোয় এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছিল।

অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে ওই ইটভাটা মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

(এসএকে/এসপি/মার্চ ১৩, ২০১৮)