স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন তিনি।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল (বুধবার) দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সিঙ্গাপুরের সিনিয়র মিনিস্টার অব স্টেট ড. অ্যামি খোর এবং সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ ফ্লাইটে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে তিনি ঢাকায় অবতরণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে গত রোববার সিঙ্গাপুর যান।

(ওএস/এসপি/মার্চ ১৩, ২০১৮)