নাটোর প্রতিনিধি : নাটোরে মাহবুর রহমান নামে এক ডাকাত সর্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম এবং লুট করা বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ডাকাত সদস্য ও সর্দারের শ্বশুর আরশেদ আলীকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের চেয়ারম্যান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, রবিবার রাতে সদর উপজেলার আমহাটি এলাকায় একদল ডাকাত দুইটি বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ তিন ডাকাতকে আটক করে। পরে আটকদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১০টার ডাকাত সর্দার মাহবুর রহমানের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, মাহবুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাহবুরের শ্বশুর ডাকাত সদস্য আরশেদ আলীকে আটক করা হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার এবং বাড়ির সব কিছু জব্দ করা হয়।

তবে ওই ভাড়া বাড়িটির মালিক কে এবং ডাকাত সর্দার মাহবুরের পরিচয় পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি বলে জানান রফিকুল ইসলাম।

(ওএস/এইচআর/জুলাই ০৮, ২০১৪)