স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬ জেলার ৩৮টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন হবে। এ সংক্রান্ত খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, আজকেই এ তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। সীমানা নিয়ে কারো আপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টার মধ্যে আবেদন করতে পারবেন। আপত্তি নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত আকারে প্রকাশ করবে কমিশন।

জানা যায়, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিশেষজ্ঞদের প্রতিবেদন পেশ করা হয় বৈঠকে। নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি এ রিপোর্ট গ্রহণ করে।

(ওএস/এসপি/মার্চ ১৪, ২০১৮)