আন্তর্জাতিক ডেস্ক : মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তার একদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালি নিক্ষেপ করা হয়।

এবার এই তালিকায় নাম লেখালেন দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়েছে, পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে এক সমাবেশে ইমরানের ওপর জুতা নিক্ষেপ করা হয়।

সমাবেশে ভাষণ দিচ্ছিলেন ইমরান। এমন সময়ই তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারা হয়। তবে সেই জুতা তার গায়ে না লেগে পাশে দাঁড়িয়ে থাকা পিটিআই দলের আরেক নেতা আলিম খানের বুকে লাগে।

তবে ইমরানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপকারী ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। তিনি ভিড়ের মধ্যেই হারিয়ে যান। জুতা নিক্ষেপের পর পরই বক্তব্য থামিয়ে দেন ইমরান। গত এক সপ্তাহে রাজনীতিবিদদের ওপর এ নিয়ে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল।

(ওএস/এসপি/মার্চ ১৪, ২০১৮)