হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ডিবি পুলিশকে হুমকি দিয়ে পালিয়েছে এলাকার প্রভাবশালী মাদক বিক্রেতা। এ সময় তার বাড়ি তল্লাসী চালিয়ে ৪২ কেজি গাঁজা জব্দ করে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার দেওরগাছ গ্রামে এলাকার প্রভাবশালী আশরাফুল ইসলাম জুয়েলের বাড়ি থেকে এই গাঁজা জব্দ করা হয়। জুয়েল (৩০) ওই গ্রামের নসিব উল্লার ছেলে।

হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মোঃ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ একদল ডিবি পুলিশ জুয়েলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়েল তার বাড়িতে মাদক নেই বলে ডিবি পুলিশকে চ্যালেঞ্জ করে বলে, এত বড় সাহস, আমার বাড়িতে ডিবি। পরে পুলিশ তল্লাশি শুরু করলে এক পর্যায়ে জুয়েল কৌশলে সটকে পড়ে। তখন তার খাটের নিচে ৩টি বস্তায় ভর্তি ৪২ কেজি গাঁজা পাওয়া যায়। এই গাঁজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, জুয়েল দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদক এনে বিভিন্ন স্থানে বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

(ওএস/এসপি/মার্চ ১৪, ২০১৮)