মাদারীপুর প্রতিনিধি : সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবীতে মাদারীপুরে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়।

শিক্ষার্থীরা মানববন্ধনে দাবি করে জানান, বিদ্যমান কোটা পদ্ধতিতে কিছু বিধান পরিবর্তণ করে নতুন নিয়ম অন্তভূক্তির। যেখানে তারা দাবি করেন, কোটা পদ্ধতির ৫৬ শতাংশ থেকে কমিয়ে তা ১০ শতাংশে আসতে হবে। কোটার বিপরীতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূণ্য থাকা পদসমূহে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কোটার কোন বিশেষ নিয়োগ পরীক্ষা নয়, সরকারি চাকুরির ক্ষেত্রে সবার জন্যে অভিন্ন সময়সীমা ও চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিক বার ব্যবহার করা যাবে না।

এসময় সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা মানববন্ধনে অংশ নেয়। পরে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের ৫ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।


(এমআরএস/এসপি/মার্চ ১৪, ২০১৮)