চাটেেমাহর (পাবনা) প্রতিনিধি : জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান,সরকারের সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, কেউ নদী দখল করতে পারবে না। নদীকে বাঁচাতে হবে। নদীর জমি একক কারো জমি নয়, এটা প্রতিটি নাগরিকের। নদী ও পানির উপর মানুষের অধিকার আছে, তেমনি সেটি রক্ষারও অধিকার রয়েছে। সিএস রেকর্ড অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ করতে হবে। উচ্ছেদ করতে হবে অবৈধ দখলদারদের। বড়াল উদ্ধারে ও চালু করতে জাতীয় নদী কমিশন সবকিছু করবে। 

বুধবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বড়ালসহ বিভিন্ন নদী রক্ষা বিষয়ক এক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা নদী রক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।

(এসএইচএম/এসপি/মার্চ ১৪, ২০১৮)