বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে দু‘দিনব্যাপি তথ্যমেলা বুধবার শুরু হয়েছে। বাগেরহাট স্বাধীনতা উদ্যানে তথ্যমেলার উদ্বোধন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। 

তথ্যমেলা উদ্বোধনের পরে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সকলের’ শীর্ষক আলোচনা সভায় কুয়েট উপাচার্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফ্র হোসেন, সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, তথ্যমেলা আয়োজক উপ-কমিটির আহবায়ক রাম কৃষ্ণ বসু বক্তব্য রাখেন।

এবার বাগেরহাট তথ্যমেলায় সরকারি বে-সরকারি বিভিন্ন সেবাপ্রদানকারী ২১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

(এসএকে/এসপি/মার্চ ১৪, ২০১৮)