ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১২ বীরঙ্গনার হাতে মুক্তিযোদ্ধা সম্মানীভাতার অর্থ তুলে দিয়েছেন এমপি সেলিনা জাহান লিটা।

বুধবার (১৪ মার্চ) সকালে রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসে ১২ বীরঙ্গনার হাতে সম্মানী ভাতাগুলো তুলে দেন তিনি।

এসময় সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, লাল সবুজের পতাকার মাঝে, বাংলার মানচিত্রে আপনাদের প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়ে আছে। কারন আপনারাই আমাদেরকে একটি দেশ ও সুন্দর জাতি উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের সকলকে ভাতা হিসেবে প্রায় ৭০ হাজার টাকা দিয়েছেন।আপনারা তাঁর জন্য দোয়া করবেন।কারন একমাত্র প্রধানমন্ত্রীই শুধুমাত্র মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের কথা বেশি বেশি ভাবেন।

এসময় উপস্থিত ছিলেন নবাগত ইউএনও মৌসুমী আফরিদা, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, প্রশান্ত বসাক প্রমূখ।

ভাতাপ্রাপ্ত বীরঙ্গনারা হলেন -মোছাঃ আমেনা বেওয়া, হাসিনাখাতুন, শ্যামল চন্দ্র পাল (মৃত-তিত্ত বালা), লক্ষ্মী কান্ত রায় (শ্রীমতি ঝরো বালা), জাবেদা খাতুন,টেপরি বেওয়ী, ছনুফা বেওয়া, আমেনা বেওয়া, রউসনারা বেগম, ঝর্না রাণী মন্ডল, জমেলা খাতুন,সীতা হেমরম।

(এফআইআর/এসপি/মার্চ ১৪, ২০১৮)