জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার ইসলামপুরে সংখ্যালঘুদের জমিসহ মন্দির দখলের ঘটনা পত্রিকায় প্রকাশ করায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করেছে একদল সন্ত্রাসী।

সোমবার সন্ধ্যায় তাদের লাঞ্ছিত করা হয়।

সাংবাদিকরা হলেন- দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি রোকনুজ্জামান সবুজ ও দৈনিক মানবজমিন পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি শাহজামাল ঢালী।

স্থানীয়রা জানান, উপজেলার রৌহারকান্দা গ্রামের পালপাড়া গ্রামে হিন্দু ধর্মীয় পাল বংশের ২০০ বছরের পুরনো মন্দিরে পূজা করতে পারছেন না স্থানীয় পাল সম্প্রদায়ের লোকেরা। মন্দিরের মূল ফটকের সামনে বাঁশের বেড়া দিয়েছে দুর্বৃত্তরা।

সাংবাদিক মোরাদুজ্জামান অভিযোগ করে বলেন, রবিবার কয়েকটি জাতীয় পত্রিকায় এ খবর প্রকাশ হওয়ায় মন্দির দখলকারী মাহবুবুর রহমান ক্ষিপ্ত হয়ে তাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় পেশাগত কাজে ধর্মকুড়া বাজারে গেলে মাতব্বর মাহবুবুর রহমান কয়েকজনকে দিয়ে রোকনুজ্জামান সবুজ ও শাহজামাল ঢালীর ওপর হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন।

এ ঘটনায় সন্ধ্যায় সাংবাদিক রোকনুজ্জামান সবুজ বাদী হয়ে মাহবুবুর রহমানসহ ১০-১২ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ করেছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান জানান, সাংবাদিক নির্যাতনের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

(ওএস/এইচআর/জুলাই ০৮, ২০১৪)