ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বাল্য বিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে গঠিত স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রতিরোধ বিগ্রেডের সদস্যরা গত ৪ মাসে ত্রিশাল উপজেলায় ২৮টিরও অধিক বাল্য বিয়ে বন্ধ করেছে টিম লিডার তৃপ্তি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাল্য বিয়ে প্রতিরোধ টিমের সাথে মতবিনিময় সভায় এ সব তথ্য জানানো হয়। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।

এ সময় বিগ্রেড টিম সদস্যরা গত অক্টোবরে ত্রিশাল উপজেলার ধলা স্কুৃলে ১৩ জন শিক্ষার্থী নিয়ে গঠিত হয় বাল্য বিয়ে প্রতিরোধ ব্রিগেড। বাল্য বিয়ে যৌন হয়রানি প্রতিরোধে তাদেরকে সফলতায় অনুপ্রানিত হয়ে পরবর্তীতে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের উদ্যোগে জানুয়ারী মাসে ইউনিয়ন ও পৌর সভায় বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে ১৩টি ব্রিগেড টিম গঠিত হয়। গত তিনমাসে বিগ্রেড সদস্যরা উপজেলার ২৫টি বিয়ে বন্ধ করতে সক্ষম হয়। এর মধ্যে বালিপাড়া ইউনিয়নে ১২টি, ত্রিশাল ইউনিয়নে ২টি, রামপুর ইউনিয়নে ৪টি,ধানীখোলা ৩টি, মঠবাড়িতে ১টি ,সাখুয়াতে ৩টি ও পার্শবর্তী গফরগাও উপজেলায় ৩টি বিয়ে বন্ধ করেন। এসব বিয়ে বন্ধ করতে তাদের সহায়তা করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ।

মতবিনিময় সভায় বিগ্রেড সদস্যদের সফলতায় মুগ্ধ হয়ে বিভাগীয় কমিশনার বলেন বিয়ের দিন আমরা অভিযান করে বিয়ে বন্ধ করলে সামাজিক ভাবে যে নৈতিবাচক প্রতিক্রিয়া হয় তা থেকে মুক্ত হতে এ বিগ্রেড কার্যক্রম একটি মাইলফলক।

এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধানর অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিম এম সালেহ উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, লুৎফুন্নেছা বিউটি, সহকারী কমিশনার ভুমি এরশাদ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ প্রমুখ।

(এন/এসপি/মার্চ ১৫, ২০১৮)