মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে স্থানীয় খাইঞ্জার হাওরে কৃষকের জালে ধরা পড়ে বিরল প্রজাতির দুটি মাছ ।

বৃহস্পতিবার (১৫মার্চ) দুপুরে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গোমরা এলাকার কৃষক লিল মিয়ার শিকারে এই বিরল প্রজাতির মাছ দুটি ধরা পড়ে। মাছটি ধরা পড়ার পর লিল মিয়া হাওর থেকে তুলে নিয়ে আসেন তার বাড়ির পাশের সড়কে।

সেখানে মাছটি দেখার জন্য উৎসুক মানুষের ভীর বাড়তে থাকলে বিরল প্রজাতির মাছগুলো তিনি তার বাড়িতে না নিয়ে পরবর্তিতে মাছ দুটি স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্রের তত্বাবধানে জমা দিলে কর্তৃপক্ষ মাছটিকে কেন্দ্রের হাউজে নিয়ে প্রাথমিকভাবে সংরক্ষণ করে রাখেন। বিরল প্রজাতির মৎস শিকারকারী লিল মিয়া জানান, তিনি বৃহস্পতিবার হাওরে মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সাথে এই মাছগুলি ধরা পড়ে। তবে তিনি এগুলোর নাম তাৎক্ষণিক ভাবে বলতে পারেননি।

সরেজমিন গিয়ে দেখা যায়, জেলা যুব প্রশিক্ষণ,কেন্দ্রের একটি হাউজে এই মাছ দুটিকে সংরক্ষণ করে রেখেছেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সপেক্টর (ফিশারী) মোস্তফা ভূইয়ার সাথে কথা হলে তিনি এই মাছ দুটিকে বিরল প্রজাতির উল্লেখ করে বলেন, এটি সাধারণত হাওরে খুব কমই পাওয়া যায়, সম্ভবত এটি সামুদ্রিক মাছ হবে। তিনি বলেন, এই মুহর্তে এই মাছটির প্রকৃত নাম বলা সম্ভব নয়, তবে অনেকে এটিকে রিডা মাছ অথবা বেলে মাছ বলে থাকেন।


(একে/এসপি/মার্চ ১৫, ২০১৮)