কোথায় আছো ঈশ্বর

ঈশ্বর তুমি কোথায় ?
তুমি কি শুনতে পাচ্ছো
সন্তানহারা পিতার আর্তনাদ ?
তুমি কি শুনতে পাচ্ছোনা শিশুদের ক্রন্দন?

ঈশ্বর তুমি কোথায় ?
নেমে এসো এই বসুধায়
অন্তত একবার এসে দেখে যাও ,
বিভৎস মাংসপিন্ডগুলো থরে থরে পড়ে আছে ৷

ঈশ্বর তুমি কোথায় ?
মাতম উঠেছে হায় হায়
নব্য সীমার এসেছে এ ধরায় ,
আদম সন্তান হত্যা করছে আজ নির্দিধায় ৷

ঈশ্বর তুমি কোথায় ?
কেমন করে আছো ঘুমায়
আদম সন্তানেরা মরছে এ দুনিয়ায় ,
তবু কেনো এখনো মিশে আছো শূন্যতায় ৷