মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী।

সূত্র জানায়, মৌলভীবাজার এলাকার এক যুবকের সাথে ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামের আলফু মিয়ার মেয়ে স্থানীয় বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়।

গতকাল দুপুরে এ বিয়ে সম্পন্ন হবার কথা ছিলো। ধুমধামে চলছিল বিয়ের প্রস্তুতি। এর আগেই বাল্য বিয়ের খবর পান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান। তিনি তাৎক্ষণিক ওই ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশীদের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতায় বাল্য বিয়েটি বন্ধ করে দেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা সরেজমিনে গিয়ে ওই স্কুল ছাত্রীর পরিবারের লোকজনের সাথে কথা বলে বাল্য বিয়ে সম্পর্কে বুঝান এবং বিয়ের ভন্ডুলের বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা বলেন, ‘নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের আলফু মিয়া অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে ইউএনও’র নির্দেশে তাৎক্ষণিকভাবে ওই বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।’

(এমইউএ/এসপি/মার্চ ১৬, ২০১৮)