বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. ইয়ামিন আলীর বসত বাড়ীতে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অগুন ধরিয়ে দেয়। 

বাগেরহাট শহরতলীর গোটাপাড়া গ্রামে সাংবাদিক ইয়ামিনের বাড়ীর বেড়ায় গভীর রাতে আগুন জ¦লতে দেখতে পেয়ে বাড়ির লোকজন ডাকচিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসতে থাকলে দুর্বৃত্তরা এসময়ে পালিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, দূর্বৃত্তরা গভীর রাতে গোটাপাড়া গ্রামে সাংবাদিক ইয়ামিনের বাড়ীতে ও তার চাচতো ভাই ইসমাইল হোসেনের বাড়ীর পোল্টি খামারে আগুন ধরিয়ে দেয়। ওই দুটি বাড়ীর লোকজন আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার শুরু করে। এসময়ে প্রতিবেশীরা ছুটে আসতে থাকলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের নির্দেশে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাংবাদিক ইয়ামিন আলী জানান, এর আগে দুর্বৃত্তরা রাতের আধারে বাড়ীর গোয়ালঘর থেকে ৫টি গরু নিয়ে যায। গত ২৩ অক্টোবর রাতে তার ছোট ভাই আলআমীন শেখকে দূর্বৃত্তরা মুনিগঞ্জ সেতুর উপরে হত্যার উদ্যোশে পিটিয়ে গুরুত্বর আহত করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় বাগেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারসহ কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দূর্বৃত্তদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

(এসএকে/এসপি/মার্চ ১৬, ২০১৮)