ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে মফস্বলের শিক্ষার্থীদের মাঝেও।

শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে পাওয়ার আইটি অর্গানাইজেশনের উদ্যোগে কম্পিউটার ও আইটি অলিম্পিক-২০১৮ এর আইসিটি কুইজের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতঃস্ফুর্ত ভাবে অংশ নেয় উপজেলার পাঁচ হাজার শিক্ষার্থী।

শুক্রবার সকাল ১০টায় একযোগে নজরুল ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, আব্বাছিয়া ফাজিল মাদ্রাসা, ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজ, নজরুল একাডেমী ও নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬টি ভেন্যুতে আইসিটি কুইজের ১ ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর পাঁচ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করে।

একবিংশ শতাব্দীর এই বিশ্বায়নের যুগে তথ্য ও প্রযুক্তির ব্যবহার সর্বত্র বিদ্যমান। বর্তমানে বাংলাদেশে এর ব্যবহার ব্যাপক ভাবে বিস্তৃতি লাভ করছে। একথা অনম্বীকার্য যে প্রযুক্তি ছাড়া গোটা পৃথিবীই যেন আজ অচল। গবেষণা থেকে শুরু করে, ব্যবসা, শিক্ষা, কৃষি, চিকিৎসাসহ ঘরে-বাইরে, মহাকাশসহ সকল ক্ষেত্রেই আজ প্রযুক্তির ছোঁয়া। সেই ছোঁয়ায় প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে মফস্বলের শিক্ষার্থীদের মাঝেও।

পাওয়ার আইটি অর্গানাইজেশন আয়োজিত কম্পিউটার ও আইটি অলিম্পিক-২০১৮ এর আইসিটি কুইজের লিখিত পরীক্ষায় স্বতঃস্ফুর্ত ভাবে অংশ নেয়া উপজেলার পাঁচ হাজার শিক্ষার্থীর উপস্থিতিই তা প্রমান করে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

পাওয়ার আইটি অর্গানাইজেশনের চেয়ারম্যান ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব জানান, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির বিকল্পনেই। বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের আইটিতে দক্ষ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। সেই সাথে মফস্বলের শিক্ষার্থীদের মাঝে তথ্য ও প্রযুক্তির দক্ষতা বৃদ্ধির লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

(এন/এসপি/মার্চ ১৬, ২০১৮)