সমরেন্দ্র বিশ্ব শর্মা কেন্দুয়া, নেত্রকোনা : আগামীকাল শনিবার ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিবসটি সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দুয়া আটপাড়া নির্বাচনী এলাকার দলের সব নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এম.পি. অধ্যাপক অপু উকিল।

শুক্রবার সন্ধ্যার পর নেত্রকোণায় কেন্দুয়া উপজেলা সদরের সাউদপাড়াস্থ উকিল ভবন প্রাঙ্গনে কেন্দুয়া ও আটপাড়া উপজেলার আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় অসীম কুমার উকিল বলেন, “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শ্লোগানটি প্রতিটি বাঙালীর হৃদয়ে ধারন করে উচ্চারন করতে হবে।

তিনি বলেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করে চলছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

অধ্যাপক অপু উকিল বলেন, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেত্রীত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলি।

এ সময় কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি গীতিকার মো: নূরুল ইসলাম, পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা, পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞা, আওয়মীলীগ নেতা প্রভাষক আব্দুল মান্নান ভূঞা, গন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাজেদুল ইসলাম সঞ্জু, বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহিম, বলাইশিমুল সাবেক ইউপি চেয়াম্যান ফজলুর রহমান, গড়াডোবা ইউনিয়ন আওমীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সেলিম, উপজেলা যুবলীগের আহবায়ক মুস্তাফিজউর রহমান বিপুল, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাজী মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক শাহজাহান মিয়া, কৃষকলীগ নেতা আব্দুল মান্নান, সাবেক ছাত্র নেতা আব্দুল কাইয়ুম রুকন, যুব মহিলালীগের সভাপতি তানিয়া নাজনিন চৌধুরী রেখা, যুবলীগ নেতা তাপস ব্যানার্জী, ছাত্রলীগ নেতা আবীর আহম্মেদ খান রুজেল, ইকতিয়ার হোসেন তালুকদার, আনোয়ার হোসেন ভূঞা সহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ ও যুবমহিলালীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর জন্মদিনে অসীম ও অপু উকিলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

(এসবি/এসপি/মার্চ ১৬, ২০১৮)