নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সাপাহারের বামনপাড়া সীমান্তে ভারত থেকে গরু নিয়ে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে এক অজ্ঞাত ভারতীয় গরু ব্যবসায়ী (৩৫) নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো এক ভারতীয় গরু ব্যবসায়ী। তার নাম জিল্লুর রহমান (৩০)। এদের দুজনের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকার ২৪৫ নম্বর পিলারের কাছে এই ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে নওগাঁ ৪৬ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল রফিকুল ইসলাম জানান, ভোরে জিল্লুর রহমান ও তার সহযোগী চোরাই পথে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। এ সময় তারা ২৪৫ নম্বর পিলারের কাছে এলে বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়।
এতে ঘটনাস্থলেই একজন মারা যান ও জিল্লুর রহমান গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় জিল্লুর বাংলাদেশের অভ্যন্তরে এলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে তাকে ফেরত দেয়ার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০১৪)