রংপুর প্রতিনিধি : স্যাটেলাইট লাইন (ডিস) ব্যবসা, পূর্ব শত্রুতার জের এবং ‌আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও যুবদল নেতা ফরহাদ হোসেন (২৮) ছাত্রদল কর্মীদের হাতে খুন হয়েছেন।

মঙ্গলবার ‍ভোরে আশঙ্কাজনক অবস্থ‍ায় ঢাকা নেয়ার পথে মারা যায় ফরহাদ। এর আগে সোমবার সন্ধ্যার নগরীর সাদগারা এলাকায় ছাত্রদল কর্মী পলাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে।

পুলিশ জানান, স্যাটেলাইট লাইন (ডিস) ব্যবসা, পূর্ব শত্রুতার জের এবং ‌আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবত ওই এলাকায় সন্ত্রাসী পিচ্চি আপেলের সঙ্গে ফরহাদের বিরোধ চলছিল।

সোমবার সন্ধ্যায় ফরহাদ সাদগরা এলাকায় গেলে আপেলের সহযোগি পলাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে এলোপাথারী কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাক‍া নেয়ার পথে মারা যায় ফরহাদ।

ফরহাদের লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।

(ওএস/এইচআর/জুলাই ০৮, ২০১৪)