মুজিব মানেই বাংলাদেশ


৭১’র ৭ মার্চ, শেখ মুজিবের ভাষণ
এই ভাষণেই বন্ধ হলো, ইয়াহিয়ার দুঃশাসন,
বঙ্গবন্ধুর ডাকে দেশে যুদ্ধ হলো শুরু
এই যুদ্ধে মিত্র বাহিনীর ভূমিকাও ছিল পুরো।

লক্ষ প্রাণের বিনিময়ে এলো স্বাধীনতা
মুজিব মানেই জাতির পিতা
বলতে নেই দীনতা।

মুজিব মানেই বাংলাদেশ
লাল সবুজ পতাকা
এক বাক্যে বলি সবাই
মুজিব জাতির পিতা।

৭ মার্চের ভাষণ স্বীকৃতি পেল বিশ্বে
এই ভাষণই শ্রেষ্ঠ ভাষণ
সব ভাষনের শীর্ষে,
মুজিব মানেই লাল সূর্য
সোনার বাংলাদেশ
মুজিব ছাড়া এই বাংলায়
নেইকো কোন শেষ