মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে শ্রদ্ধা আর ভালবাসায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জম্মদিন বাংলাদেশের খুশির দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জাতির পিতার ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে যথাযত মর্যাদায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। 

শনিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজনে শহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, স্কুল, কলেজ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার এর সামনে থেকে একটি আনন্দ শোভা যাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় ।

সেখানে বঙ্গবন্ধুর ৯৮তম জম্মদিনের কেক কেটে আনুষ্ঠানিকতার সূচনা করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদ এর প্রানবন্ত উপস্থাপনায় ও জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সদস্য (প্যানেল স্পিকার) সৈয়দা সায়রা মহসীন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাহ্ জালাল, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারন সম্পাদক মিছবাউর রহমান, সাবেক মহিলা এমপি হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নওসের আলী খোকন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক, সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।

(একে/এসপি/মার্চ ১৭, ২০১৮)