ধামরাই প্রতিনিধি : ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের ৯৮ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ধামরাইয়ে উপজেলা প্রশাসন,  ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও কেক কেটে  উদযাপন করেছে।

শনিবার হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর বরটায় হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জীবন কর্মের উপ আলোনায় সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান।

সভা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান।এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ শীদুল্লা লিটন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাইদুর রহমান।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও কেক কেটে উদ্যাপন করেছে বঙ্গবন্ধুর জন্মদিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপেিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাইয়ের এমপি আলহাজ্ব এমএ মালেক। উপস্থিত ছিলেন মোঃ লুৎফর রহমান,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ সহ,আরো অনেক সুধিজন।

সভা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাইয়েরএমপি আলহাজ্ব এমএ মালেক।

(ডিসিপি/এসপি/মার্চ ১৭, ২০১৮)