কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কলাপাড়ায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শিশুসহ বিভিন্ন বয়সের শিক্ষার্থীর চিত্রাঙ্কনসহ রচনা প্রতিযোগিতা।

শনিবার (১৭ মার্চ) সকালে এ র‌্যালির নেতৃত্ব দেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি।

র‌্যালি পরবর্তী আলোচনা সভা ও অণ্যাণ্য কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহামেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য প্রীতি রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, আওয়ামীলীগের সহসভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।

উপজেলার সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এসব অনুষ্ঠানে অংশ নেয়।

এছাড়া মুক্তিযোদ্ধা সংস্ধসঢ়;দ কলাপাড়া কমান্ড বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

(এমকেআর/এসপি/মার্চ ১৭, ২০১৮)