ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন পালিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন।

পরে উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে এক বর্ন্যাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নজরুল কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুৃল ইসলাম, নজরুল কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

এ ছাড়াও নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে বঙ্গবন্ধুর আত্বার মাগফেরাত কামনা করে বিভিন্ন মসজিত উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরন করা হয়।

অপরদিকে জাতীয় কবি কাজী নজরূল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুরন রহমান। পরে গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ নুরুল্লাহ।

বক্তব্য রাখেন প্রফেসর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোশাররাত শবনম, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, রেজিষ্টার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুল্লাহিআল মামুন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।

(এন/এসপি/মার্চ ১৭, ২০১৮)