নওগাঁ প্রতিনিধি : শনিবার যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে এদিন সকালে জিলা স্কুল মাঠ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরনো কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মালেক এমপি।

বক্তব্য রাাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন প্রমুখ ।

বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের ওপর বিস্তারিত আলোচনা করেন।

পরে কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় বিজিয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে নওগাঁ জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

(বিএম/এসপি/মার্চ ১৭, ২০১৮)