চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে যৌতুকের দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রী মমতাজ বেগম মুন্নীর দায়ের করা মামলায় স্বামী মো. জুয়েল খান (৩৭)কে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুর-এর বিচারক রমনী রঞ্জন চাকমা এ রায় প্রদান করেন।

ঘটনার বিবরণে জানা যায়, চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডের মোঃ আফজাল খান মন্টুর ছেলে জুয়েল খান ২০০৮ সালের ২ জুন তার নিজ বাড়িতে স্ত্রী মুন্নীকে ৩ লাখ টাকা যৌতুকের জন্য মারধর করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এরপর থেকে তাদের কোনো সুরাহ না হওয়ায় একই বছরের ২৩ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে জুয়েলকে আসামী করে মামলা দায়ের করে। মুন্নী শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী মোঃ ইসমাইল বেপারীর মেয়ে।
মামলা দায়েরের পর আসামী পলাতক থাকায় তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে সন্দেহাতীতভাবে আসামী জুয়েল খানকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩ এর ১১ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে। তদন্ত প্রতিবেদনের আলোকে গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুর-এর বিচারক রমনী রঞ্জন চাকমা আসামী জুয়েলকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামী পলাতক থাকায় গ্রেফতার অথবা আত্মসর্মপণের তারিখ থেকে সাজা কার্যকর হবে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. মো. হাবিবুল ইসলাম তালুকদার বিশেষ পিপি (নারী ও শিশু) এবং তাকে সহযোগিতা করেন এপিপি অ্যাড. মো. জসিম উদ্দিন ভূঁইয়া।
(এমজে/এএস/জুলাই ০৮, ২০১৪)