হায়রে দেশ!

যে দেশের যুব সমাজ দেশের কাছেই
ভারি বোঝা হিসেবে চিহ্নিত
সেই দেশের নাগরিক হয়ে কি আর আশা করা যায়!

যে দেশে হতদরিদ্র মানুষের কোনো মূল্যায়ন করা হয় না
সেই দেশ আবার ডিজিটাল হয় কিভাবে!

যেখানে খাবারের অভাবে প্রতিনিয়ত মানুষ মারা যায় সেই দেশ নাকি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ!

মানুষ মারার কারিগর যেখানে প্রতিনিয়ত জন্মায়
সেই দেশের সরকার শান্তির নোবেল পায়!

যে দেশে প্রতিবছর লক্ষ লক্ষ বেকার বৃদ্ধি পায়
সেই দেশে নাকি কর্মের কোনো অভাব নেই!

যে দেশে ক্ষমতাবান ও ক্ষমতাসীনদের মধ্যে সব সময় হানাহানি গেলেই থাকে সেই দেশের নাগরিকত্ব নাকি স্বাধীন!

যে দেশে আমজনতার কোনো জায়গাই নেই
সেই দেশ নাকি সকল জনতার!

যে দেশের জনগনের বেঁচে থাকার স্বাধীনতাটুকু নেই
সেই দেশ নাকি স্বাধীনচেতা!

যে দেশের আমজনতার ভালো মন্দ বলার কোনো অধিকারই নেই
সেই দেশের আমজনতারা নাকি অনেক সুখী!