কোপেনহেগেন, ডেনমার্ক : বাংলাদেশ  দূতাবাস ডেনমার্ক  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। 

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। দূতাবাস এর হল রুমে মান্যবর রাষ্ট্রদূত এম.এ.মুহিত এর সভাপতিত্বে হেড অফ চ্যান্সেরি শাকিল শাহরিয়ার এর সঞ্চালনায় শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতা, ৩০ লক্ষ শহীদ ও পনের অগাস্ট এর সকল শহীদের জন্য দোয়া কামনা করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় ।

এর পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর রাষ্ট্রপ্রতি, মাননীয় প্রধানমন্ত্রী , মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাণী পড়ে শোনানো হয়। বিপুল সংখ্যক শিশু কিশোর অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। পরবর্তীতে শিশুদের পুরস্কার বিতরণ করা হয় এবং কেক কেটে উদযাপনের সমাপ্তি করা হয়।

মান্যবর রাষ্ট্রদূত বলেন, বর্তমান প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। দেশ গড়ার পথে সবাইকে বঙ্গবন্ধুর চেতনায় উদ্ভাসিত হতে হবে।

প্রবাসী বাঙালিদের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুব জামান আলিম, উপদেষ্টা তাইফুর ভূঁইয়া , ডেনমার্ক আওয়ামী লীগ এর সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড.বিদ্যুৎ বড়ুয়া , আরিফ খালেক, শফিকুর রহমান, মোহাম্মদ আলী মোল্লা লিঙ্কন, সাব্বির রহমান, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, মাসুদ চৌধুরী, খাদিজা আক্তার মিনি, অপর্ণা বড়ুয়া, অগ্নি বড়ুয়া সহ প্রমুখ।

(বিবি/এসপি/মার্চ ১৮, ২০১৮)