নওগাঁ প্রতিনিধি : রবিবার নওগাঁয় বিএনপির মিছিলে পুলিশী বাধায় মিছিলটি পন্ড হয়ে যায়। পরে বিএনপি নেতা-কর্মীরা সেখানেই একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং পুলিশ রিমান্ডে ছাত্রদল নেতা জাকির হোসেনের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে রবিবার দুপুর ১২টায় একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ ও ডিবি পুলিশের একটি দল তাদের বাধা দেয়। এতে বিএনপি কর্মীরা পুলিশের ওপর মারমুখি হয়ে ওঠে। এসময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায় পুলিশ বাধ্য হয়ে মিছিলে মৃদু লাঠিচার্জ করে।

পরে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনীর মধ্যেই জেলা বিএনপির সভাপতি মোঃ নজমুল হক সনির সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লেঃ কর্নেল (অব) আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টুকু ও মামুনুর রশিদ রিপন, আমিনুল হক বেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

(বিএম/এসপি/মার্চ ১৮, ২০১৮)