নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার করজগ্রামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রী (১৪) কে অপহরণ করে দুই দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে।

এ ব্যাপারে শনিবার রাণীনগর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অপহৃতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার মূল হোতা অপহরনকারী উপজেলার করজগ্রামের আববাস আলীর ছেলে ২সন্তানের জনক সিরাজুল ইসলাম পলাতক রয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, উপজেলার করজগ্রামে গত ১৩ মার্চ সকাল ১০ টার দিকে স্কুলে যাবার সময় আসামীরা ওই ছাত্রীর পথরোধ করে একটি সিএনজিতে তুলে হাত মুখ বেঁধে অসৎ উদ্দেশে অপহরণ করে নিয়ে যায়।

আসামিদের সহায়তায় অপহৃতার সম্পর্কে চাচা সিরাজুল ইসলাম অজ্ঞাতস্থানে আটকে রেখে ২ রাত কাটানোর পর সিরাজুৃল তাকে নিয়ে এসে গ্রামের সামনে রাস্তায় রেখে পালিয়ে যায়। সিরাজুল ইসলাম গ্রামে এসে ভিকটিমকে তার বাড়িতে দুইদিন আটকে রেখে নির্যাতন করে। এরপর বিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় প্রাথমিক ভাবে জিডি করলে থানা পুলিশ বৃহস্পতিবার ভিকটিমকে সিরাজুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষার জন্য ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। স্থানীয়ভাবে বিচার না পেয়ে শনিবার ওই ছাত্রীর ভাই বাদি হয়ে মামলা করেন। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

এদিকে এই ঘটনার পর থেকে মূল আসামি সিরাজুল ইসলাম ও তার দুই ভাই পলাতক রয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। এলাকাবাসী লম্পট সিরাজুল ও তার দুই ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

(বিএম/এসপি/মার্চ ১৮, ২০১৮)