সমরেন্দ্র বিশ্ব শর্মা কেন্দুয়া, (নেত্রকোনা) : বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ কেন্দ্রিয় কমিটির সদস্য ঢাকা বারের সাবেক সভাপতি, নেত্রকোণা-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া আমাদের প্রানপ্রিয় নেত্রী শেখ হাসিনা যে বানী দিয়েছেন ‌‌‘ধর্ম যার যার উৎসব সবার’ এই বানীকে হৃদয়ে ধারন করে সকলকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। 

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ স্বাধীন ভাবে যার যার ধর্ম কর্ম পালন করবে। এটিই হলো আওয়ামীলীগের মূল কথা।

শনিবার বিকেলে কেন্দুয়া উপজেলার সাজিউড়া দেবমন্দিরে অনুষ্ঠিত ২৪ প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে বুকে বুকে মিলে শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন।

অবিভক্ত ভারতের অর্থমন্ত্রী প্রয়াত নলীনি রঞ্জন সরকারের পৈতৃক বাড়ি প্রাঙ্গণে সাজিউড়া দেবমন্দির উন্নয়নের খোঁজ খবর নেন। এ সময় মন্দির কমিটির সভাপতি নিতাই বিশ্বাস, উৎসব কমিটির সভাপতি সত্যেন্দ্র চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক বিজয় বিশ্বাস, হরি সভা সঙ্গের সভাপতি উৎপল বিশ্বাস জয়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ সরকার, শিক্ষক চপল সরকার, সাবেক সভাপতি খগেন দেবনাথ, গীতিকার সুমঙ্গল বিশ্বাস ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং উৎসব কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা সহ অন্যান্য ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সাজিউড়া দেবমন্দিরে অনুষ্ঠিত নামযজ্ঞ উৎসবের শত শত ভক্ত এডভোকেট সাইদুর রহমান মানিকের অসাম্প্রদায়িক চেতনার জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

(এসবি/এসপি/মার্চ ১৮, ২০১৮)