কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে খোকন দাস (৩৩) এক জেলের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিয়েছে অন্তত শতাধিক রোগী। 

চিকিৎসকরা জানিয়েছেন, এতে আতংকিত হওয়ার কিছু নেই। আবহাওয়া পরিবর্তণের কারণে এই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও সঠিক চিকিৎসা পেলে রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।

কলাপাড়া হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার পর্যন্ত হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ৮৩ রোগী চিকিৎসা নিলেও আউটডোরে অন্তত চার শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছে উপজেলা হাসপাতালসহ কুয়াকাটা ও উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ।

মহীপুর উপ স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার ডায়রিয়ায় আক্রান্ত খোকন দাসকে হাসপাতালে আনার পথেই মারা যায়। সে কক্সবাজারের বড়তলীর চাকুরিয়া গ্রামের অযোদ্ধা দাসের ছেলে ও এফবি অলি হোসেন ট্রলারের জেলে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক চিন্ময় হাওলাদার জানান, এ সময়ে প্রতিবছরই ডায়রিয়ার প্রকোপ একটু বাড়ে। তবে হাসপাতালে সব ধরণের চিকিৎসা সেবা রয়েছে। আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা সহায়তা নেয়ার পরামর্শ দেন তিনি।

(এমকেআর/এসপি/মার্চ ১৮, ২০১৮)