হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে গ্রাম্য দাঙ্গা ও মাদক রোধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। আজ রবিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এই নির্দেশ দেন। 

এ সময় এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জের ৮ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখার স্বার্থে হবিগঞ্জ সদরকে অপরাধমুক্ত রাখা অত্যন্ত জরুরী। কারণ সদর উপজেলায় যদি একটি দুর্ঘটনা ঘটে তাহলে সারা জেলার বদমান হবে। তিনি মাদক বিক্রেতা ও চোর-ডাকাতদের ব্যাপারে জিরো টলারেন্সে থেকে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হক, শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, ফরহাদ আহমেদ আব্বাস, হোসাইন মোঃ আদিল জজ মিয়া, মোঃ মুখলিছ মিয়া, মাহবুবুর রহমান হিরো, এনামুল হক শেখ কামাল, মোঃ আনু মিয়া, বুলবুল খান, সৈয়দ মঈনুল হক আরিফ, আওয়ামী লীগ নেতা আক্রাম আলী প্রমুখ।

(এমইউএ/এসপি/মার্চ ১৮, ২০১৮)